হোম > ছাপা সংস্করণ

বালুবাহী ট্রাকের চাপে দেবে গেছে রাস্তাটি

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে রাস্তার ধারে বালু ফেলে ব্যক্তিগত জমি ভরাটের ফলে হুমকিতে পড়েছে এলজিইডির রাস্তা। উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের বেজগাও থেকে বাসাইলভোগ কবরস্থান সংলগ্ন সড়কের পাশে বালু ফেলে ব্যক্তিগত জমি ভরাট করছেন পাটাভোগ ইউপির সাবেক চেয়ারম্যান ফিরোজ আল মামুন।

গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাসাইলভোগ সড়কের পাশে ১০ চাকার ভারী ড্রাম ট্রাকে করে বালু এনে তা রাস্তার ধারে ফেলে রাখা হয়। সেই বালু ড্রেজারের মাধ্যমে পাম্প করে নেওয়া হচ্ছে ফসলি জমিতে। ভারী ড্রাম ট্রাক চলাচলের কারণে দেবে গেছে রাস্তাটি। রাস্তার ওপর পড়ে আছে বালুর স্তূপ।

স্থানীয়রা জানান, ড্রাম ট্রাক চলাচল করায় রাস্তাটি দেবে গেছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে রাস্তাটি। এ ছাড়া ট্রাক থেকে রাস্তার ওপর বালু পড়ায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গত দুই দিন আগে বৃষ্টির সময় এই পিচঢালা রাস্তার ওপর বালু থাকায় একজন মোটরসাইকেল আরোহী পড়ে গিয়ে আহত হন। তা ছাড়া বালু রাস্তার ওপরে থাকায় রাতের বেলা বিভিন্ন অটো-মিশুক গাড়ি দুর্ঘটনায় পড়ে।

ড্রাম ট্রাক ও ড্রেজার ব্যবসায়ী রহমান বলেন, ‘আমরা বালু আনলোডের কাজ করছি। এখানে আমাদের কোনো জায়গা নেই, আমরা সাবেক চেয়ারম্যান ফিরোজ আল মামুনের একটি জায়গা ভরাট করছি।’

পাটাভোগ ইউপির সাবেক চেয়ারম্যান ফিরোজ আল মামুন বলেন, ‘সেখানে এখন কাজ বন্ধ আছে। আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে এই রাস্তাটি করিয়েছি। রাস্তার কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করব না।’

উপজেলা প্রকৌশলী মো. রাজিউল্লাহ বলেন, ‘খবর পেয়ে আমি সেখানে সার্ভেয়ার পাঠিয়েছি পরিদর্শন করার জন্য। এ বিষয়ে আমি একটি রিপোর্ট কর্তৃপক্ষের কাছে পাঠাব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ