হোম > ছাপা সংস্করণ

গরম কাপড়

হোসেন শহীদ সোহরাওয়ার্দী

১৯৪৯ সালের ১১ অক্টোবর ঢাকার আরমানিটোলা মাঠে আওয়ামী মুসলিম লীগের সভা ছিল। সেখানে শেখ মুজিবুর রহমান দিলেন জ্বালাময়ী বক্তৃতা। এরপর শোভাযাত্রা বের হলে পুলিশ বাধা দিল। মওলানা ভাসানী রাস্তাতেই নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন। মার খেলেন শামসুল হক, কাজী গোলাম মাহবুব। রক্ত ঝরছিল শেখ মুজিবের পা দিয়ে।

ছত্রভঙ্গ হয়ে গেল শোভাযাত্রা। শেখ মুজিব আশ্রয় নিলেন মোগলটুলীর অফিসে। সে সময় খবর পেলেন মওলানা সাহেব শেখ মুজিবকে গ্রেপ্তার হতে মানা করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পালিয়ে থাকার রাজনীতিতে বিশ্বাস করতেন না। তিনি মওলানা সাহেবের কাছে শুনতে গেলেন, কেন তিনি এ রকম নির্দেশ দিলেন। মওলানা সাহেব বললেন, ‘তুমি লাহোরে যাও। সোহরাওয়ার্দী সাহেবের সঙ্গে যোগাযোগ করো। তাঁকে সবকিছু খুলে বলো।’

শেখ মুজিব বহু পথ ঘুরে লাহোর গেলেন। একটা আচকান ছাড়া আর কোনো গরম কাপড় ছিল না তাঁর। লাহোরে তখন খুব শীত। শীতের কাপড় না থাকায় কষ্ট হচ্ছিল খুব। এ সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে দেখা হলো। তিনি শেখ মুজিবকে জড়িয়ে ধরে বললেন, ‘কীভাবে এসেছ? তোমার শরীর তো খুব খারাপ, কোথায় আছ?’

বঙ্গবন্ধুকে পূর্ব বাংলার অবস্থা খুঁটিয়ে জিজ্ঞেস করলেন সোহরাওয়ার্দী। তারপর শেখ মুজিবকে নিয়ে বের হলেন। একটা দোকানে গিয়ে বললেন, ‘কিছু কাপড় আমার বানাতে হবে, কারণ দুইটা মাত্র স্যুট আছে। এতে চলে না।’ এরপর একটা গরম সোয়েটার, কিছু মোজা ও মাফলার কিনলেন। শেখ মুজিবকে জিজ্ঞেস করলেন, ‘তোমার কোনো কাপড় লাগবে?’

শেখ মুজিব শহীদ সোহরাওয়ার্দীর আর্থিক অবস্থা জানতেন। তাই বললেন, ‘না, আমার কিছু লাগবে না।’

সোহরাওয়ার্দী নিজ গাড়িতে শেখ মুজিবকে হোটেলে পৌঁছে দিলেন। সোয়েটার, মোজা আর মাফলার তুলে দিলেন শেখ মুজিবের হাতে। বললেন, ‘এগুলো তোমার জন্য কিনেছি।’

শীতে বঙ্গবন্ধুর কাহিল অবস্থা ঠিকই নজরে পড়েছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর।

সূত্র: শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী, পৃষ্ঠা ১৩১-১৩৮

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ