মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ বিষয়ে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ছয়জনকে এ পুরস্কার দেওয়া হয়। তাঁরা হলেন নবাবগঞ্জ ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের সানজিদা, নিজামপুর আলিম মাদ্রাসার আলিম দ্বাদশের নায়েমা খাতুন, ভোলাহাট মহিলা কলেজের একাদশের আসফিয়া খাতুন, নাচোল মহিলা কলেজের একাদশের মনিরা ইয়াসমিন, নবাবগঞ্জ সরকারি কলেজের দ্বাদশের আবুল হাসান ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজের একাদশ শ্রেণির সায়েমা খাতুন।
এদিকে জাতীয় মানবাধিকার কমিশনে বাংলাদেশ থেকে ১ লাখ ৫১ হাজার ৫১৬ জন শিক্ষার্থী মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধবিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই জেলা থেকে বেশিসংখ্যক প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে শ্রেষ্ঠ জেলা প্রশাসকের পুরস্কার দেওয়া হয়।