হোম > ছাপা সংস্করণ

চবির মূল ফটকে ছাত্রলীগের তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা দিয়েছে শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপ। এক শিক্ষার্থীকে সিএনজিচালিত অটোরিকশাচালকের মারধরের অভিযোগ তুলে এই তালা দেয় তারা।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেন ছাত্রলীগের কর্মীরা। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়।

সিক্সটি নাইন গ্রুপের নেতা-কর্মীরা জানান, মঙ্গলবার তাঁদের এক কর্মীকে মারধর করে ক্যাম্পাসের এক সিএনজিচালিত অটোরিকশাচালক। এর আগে গত সোমবার ক্যাম্পাসের ভেতর থেকে সিক্সটি-নাইন গ্রুপের এক কর্মীর মোবাইল ফোন ছিনতাই করা হয়। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে তালা দিয়েছেন তাঁরা।

সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, গতকাল (সোমবার) এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের পর আজ (মঙ্গলবার) আবার অটোচালক নাকি এক শিক্ষার্থীকে মারধর করেছে। এসব ঘটনায় শিক্ষার্থীরা মূল ফটকে তালা দিয়েছে বলে শুনেছি।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশাচালক এক শিক্ষার্থীকে মারধর করেছে এমন অভিযোগে তারা মূল ফটকে তালা দিয়েছে। এ ধরনের ঘটনা ঘটে থাকলে লিখিত অভিযোগ দেওয়ার সুযোগ আছে। আমরা তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি।’ তবে এ ঘটনার পেছনে নিজেদের অভ্যন্তরীণ ঝামেলা থাকতে পারে বলেও আশঙ্কা করেন সহকারী প্রক্টর।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ