হোম > ছাপা সংস্করণ

তফসিলের পরই নৌকা পেতে দৌড়ঝাঁপ

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটার ১ নম্বর জলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর। তফসিল ঘোষণার পর পরই এ ইউপিতে বইছে নির্বাচনী হাওয়া। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতারা দলীয় মনোনয়ন পেতে শুরু করেছেন দৌড়ঝাঁপ। তারা জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের ম্যানেজে ব্যস্ত হয়ে পড়েছেন।

পোস্টার, ব্যানার, ফেস্টুন টানিয়ে প্রচারের মাঠে নেমে গেছেন তারা। কে নৌকা পাচ্ছেন বা কে পাচ্ছেন না এই সব আলোচনা হচ্ছে বিভিন্ন দোকানে, মোড়ে, চা স্টলসহ সর্বত্র। বিগত সময়ে নেতাদের ব্যর্থতা বা সফলতা নিয়ে চুলচেড়া বিশ্লেষণ চলছে আওয়ামী লীগের তৃণমূল ও সর্বসাধারণের মধ্যে।

ইতিমধ্যে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে যারা লড়তে ইচ্ছুক তারা এখন ঢাকায় অবস্থান করছেন। এদিকে মাঠে নেই বিএনপি। কেন্দ্রের নির্দেশনার দিকে তাকিয়ে সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। এই তালিকায় বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ আশিকুজ্জামান আশিক ও জাতীয় পার্টি থেকে উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান এলাহীর নাম শোনা যাচ্ছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর মধ্যে রয়েছে তরুণ সমাজ সেবক সুমন রায়। সদ্য আওয়ামী লীগে যোগদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান আাব্দুল গফুর মোল্লাও মনোনয়নপ্রত্যাশী।

এ ছাড়া সম্ভাব্য নৌকা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, আওয়ামী লীগে যোগদানকারী বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান আঃ গফুর মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দানবীর হিসেব খ্যাত বিশিষ্ট সমাজসেবক আলহাজ আসলাম তালুকদার, জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র রায়, উপজেলা যুবলীগ সদস্য রথীন্দ্রনাথ রায়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ