হোম > ছাপা সংস্করণ

পাহাড়ে পর্যটকের ঢল

খাগড়াছড়ি প্রতিনিধি

বিজয় দিবস উপলক্ষে টানা তিন দিনের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে পাহাড়ে বেড়াতে এসেছেন প্রচুর পর্যটক। গতকাল খাগড়াছড়ি, সাজেকসহ পাহাড়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রে অসংখ্য পর্যটকের সমাগম ঘটেছে।

পর্যটক বাড়ায় ভালো ব্যবসা করছেন হোটেল-মোটেল ব্যবসায়ীরা। টানা কয়েক দিন খাগড়াছড়িতে হোটেল-মোটেলে কোনো কক্ষ খালি নেই। একই অবস্থা রাঙামাটির সাজেকেও। খাগড়াছড়ি হয়ে সাজেকে পর্যটকেরা যাতায়াত করায় বাড়তি ব্যবসা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে করোনাকালের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন ব্যবসায়ীরা।

গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, খাগড়াছড়ির জেলা পরিষদ পার্ক, আলুটিলা পর্যটন কেন্দ্রে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। মূলত তিন দিনের ছুটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকেরা বেড়াতে এসেছে।

ঢাকা থেকে বেড়াতে আসা ফয়সাল, অভি, ফারিয়া জানান, টানা তিন দিনের ছুটি পাওয়া গেছে। আজকে খাগড়াছড়ি দেখা হবে। প্রথমে জেলা পরিষদ পার্কে। এরপর আলুটিলায়। আগামীকাল যাওয়া হবে সাজেকে। পরশু দিন বাড়িতে।

আলুটিলা পর্যটনকেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্র কিরণ ত্রিপুরা বলেন, ‘আলুটিলায় বিপুল পর্যটক সমাগম হয়েছে। সকাল থেকে পর্যটক আসা শুরু হয়েছে। দুপুর পর্যন্ত অন্তত এক হাজার পর্যটক আলুটিলা পর্যটনকেন্দ্রে প্রবেশ করেছে। তবে বিজয় দিবস উপলক্ষে পর্যটকেরা বিনা মূল্যে প্রবেশ করেছে।’

টানা তিন দিনের বন্ধে পর্যটক সমাগম বাড়ায় চাঙাভাব বিরাজ করছে হোটেল মোটেলে। খাগড়াছড়ির বেসরকারি আবাসিক হোটেল গাইরিং-এর তত্ত্বাবধায়ক প্রান্ত বিকাশ ত্রিপুরা বলেন, ‘আগামী দিন হোটেলে সব কক্ষ বুকিং হয়ে গেছে। বিজয় দিবসের বন্ধে প্রচুর পর্যটক এসেছে। এভাবে পর্যটক আসা অব্যাহত থাকলে করোনাকালের ক্ষতি পুষিয়ে উঠতে পারব।

খাগড়াছড়ি পর্যটন মোটেলের ইউনিট ব্যবস্থাপক এ কে এম রফিকুল ইসলাম বলেন, ‘পার্বত্য জেলা খাগড়াছড়িতে অসংখ্য পর্যটক এসেছে। এখানকার ৩০টি আবাসিক হোটেলে আগামী তিন দিনে কোনো রুম খালি নেই। তিন দিনের বন্ধ ছাড়াও চলতি মাসে অনেক পর্যটকের চাপ আছে।’

খাগড়াছড়ি টুরিস্ট পুলিশের ইনচার্জ বিজন দে জানান, ‘খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝরনা, জেলা পরিষদ পার্ক ও মায়াবিনী লেকে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। এখানে পর্যটকদের ভ্রমণে নিরাপত্তার কোনো সংকট নেই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ