করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জিয়ান শহরের পর এবার আরেকটি শহরে লকডাউন দিয়েছে চীন। জিয়ান থেকে ৩০০ কিলোমিটার দূরে উত্তর চীনের শহর ইয়ানানে গতকাল মঙ্গলবার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ এলাকার একটি জেলায় হাজার হাজার মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। দেশটিতে এক দিনে শনাক্ত হয়েছে ২০৯ জন রোগী।
সংক্রমণ রুখতে বিধিনিষেধ জোরদার করছে ইউরোপের দেশ ফ্রান্সও। আগামী ৩ জানুয়ারি থেকে ঘরে বসে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ইনডোর ইভেন্টে ২ হাজারের বেশি মানুষ থাকতে পারবে না।
নতুন বছরের সব অনুষ্ঠান নিষিদ্ধ করেছে মালয়েশিয়া। কোয়ারেন্টিন নিয়ম আরও কড়াকড়ি করেছে হংকং। যুক্তরাষ্ট্রে সংক্রমণ বেড়ে যাওয়ায় নিউইয়র্ক শহরে অ্যাপলের ১২টি স্টোরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অনলাইনে অর্ডার করতে হবে। তবে করোনার উপসর্গহীন আক্রান্তদের জন্য আইসোলেশন কমিয়ে ৫ দিন করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। চলতি বছর বিধিনিষেধ দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাজ্য।