একই পরিবারের তারকা ভাইবোনদের খুনসুটি, আনন্দ, ভালোবাসার গল্প আর আড্ডা নিয়ে তৈরি হয়েছে সাপ্তাহিক সেলিব্রেটি শো ‘দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প’। সাইফুর রহমান সুজনের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে দীপ্ত টিভিতে প্রতি শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে। একই সঙ্গে দীপ্ত টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুকেও দেখা যাবে অনুষ্ঠানটি। নীল হুরেরজাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটির আজকের পর্বে অংশ নিয়েছেন গায়ক ও সংগীত পরিচালক প্রতীক হাসান ও তাঁর ভাই প্রীতম হাসান। চ্যানেলটি জানিয়েছে, পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যেই নির্মিত হয়েছে ‘দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প’।