গোপন নথি প্রকাশ করে হইচই ফেলে দেওয়া উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে অপহরণ এবং হত্যার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ২০১৭ সালে দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএর জ্যেষ্ঠ কর্মকর্তারা এ পরিকল্পনা করেছিলেন। ইয়াহু নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে দেশটি।
২০০৭ সালে অ্যাসাঞ্জ যখন ইকুয়েডরের দূতাবাসে ছিলেন, তখন এ পরিকল্পনা করা হয়।