হোম > ছাপা সংস্করণ

প্রতিবন্ধীদের অবদান আছে দেশের উন্নয়নে

বান্দরবান প্রতিনিধি

দেশের উন্নয়নে প্রতিবন্ধীদেরও অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

গতকাল শুক্রবার সকালে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে গতকাল শুক্রবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজন করে। এতে সহযোগিতা করে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন।

জেলা প্রশাসক জানান, প্রতিবন্ধীদের বাদ দিয়ে বর্তমানে কোনো কাজই করা হচ্ছে না। এমনকি ভোট দানেও প্রতিবন্ধীদের সুযোগ দেওয়া হচ্ছে। অন্ধরা যেন ভোট দিতে পারে তাই তার সঙ্গে গোপন কক্ষে একজন সহযোগী দেওয়া হচ্ছে।

জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মিল্টন মূহুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শেখ সাদেক, জেলা সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য তিং তিং ম্যা প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ