ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। গত সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার মগর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, কাঠিপাড়া গ্রামের কালাম ফকিরের পরিবার জমি নিয়ে বিরোধ সমাধানের জন্য ইউনিয়ন পরিষদে আবেদন করে। ইউনিয়ন পরিষদ নির্ধারিত তারিখে সালিশি না করে পরে আরেকটি তারিখ ধার্য করে।
কিন্তু ইউনিয়ন পরিষদের পরবর্তী ধার্যকৃত সময়ের অপেক্ষা না করে প্রতিপক্ষ এছেন, মালেক ও নেছার ফকিরের লোকজন বিরোধীয় জমিতে বেড়া দেয়। এ ঘটনার পর কালাম ফকির ও তার পক্ষের লোকেরা নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে নলছিটি থানার এসআই সিরাজ সঙ্গীয় কনস্টেবল নিয়ে গত ২০ সেপ্টেম্বর বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করতে কাঠিপাড়া গ্রামের ফকির বাড়িতে যায়।
এ সময় পুলিশের সামনেই এছেন ফকির, মালেক ফকির ও নেছার ফকিরসহ অন্যরা লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষ কালাম ফকির, বাচ্চু ফকির ও তাদের লোকজনকে মারধর করে
। স্থানীয়রা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নলছিটি থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। এসআই মিজান বলেন, মালেক ফকির নামে একজনকে আটক করা হয়েছে।