করোনার ওমিক্রন ধরন রুখতে টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে ধনী দেশগুলো। এ কার্যক্রম চালানোর জন্য তারা টিকা মজুত করে রাখছে। ফলে গরিব দেশগুলোতে টিকা সরবরাহ হুমকিতে পড়েছে জানিয়ে ধনী দেশগুলোকে টিকা মজুত না করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বৃহস্পতিবার সংস্থাটির টিকাবিষয়ক পরিচালক কেট ও’ব্রায়েন এ আহ্বান জানান।
শুধু যাদের দেহে টিকা কাজ করেনি কিংবা স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে টিকার বুস্টার ডোজের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেট ও’ব্রায়েন বলেন, এভাবে টিকা মজুত করা মহামারিতে কখনোই কাম্য নয়।
বর্তমানে ওমিক্রনে মোট আক্রান্তের প্রায় অর্ধেকই আফ্রিকার বাসিন্দা। এ মহাদেশে টিকা পেয়েছেন মাত্র সাড়ে ৭ শতাংশ মানুষ।