আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য শেষ পর্যায়ের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আজ শুক্রবার রাত ১২টায় বন্ধ হচ্ছে প্রচার। এ জন্য শেষ সময়ে শোভাযাত্রা, পথ সভা ও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।
গতকাল বৃহস্পতিবার একাধিক ইউপিতে প্রার্থীদের শোভাযাত্রা বের করতে দেখা যায়। এতে অংশ নেন প্রার্থীদের হাজার হাজার কর্মী-সমর্থক। তাঁরা বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করেন।
গতকাল সরেজমিন গৌরীপুর ইউপির কদমতলী বাজারে শোভাযাত্রা করতে দেখা যায় একজন প্রার্থীর। এ ছাড়া বিকেলে সিধলা ইউপির এক প্রার্থী শোভাযাত্রা বের করেন। এ সময় গণসংযোগ করতে দেখা যায় তাঁকে।
অপরদিকে বেলা ২টা থেকে মাওহা, সহনাটি, বোকাইনগরে চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থীদের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে। পাশাপাশি সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা শেষ পর্যায়ের গণসংযোগে মাঠে ছিলেন।
গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বলেন, শুক্রবার রাত ১২টা থেকে বন্ধ হয়ে যাবে প্রার্থীদের সব ধরনের প্রচার।