সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আব্দুর রশীদ যশোরী সড়কে। এতে ভোগান্তিতে পড়তে হয় সড়কটি ব্যবহার করা সবাইকে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় স্কুল–কলেজের ছাত্রছাত্রী ও নারীরা। পানিতে নাজেহাল হয়ে তাদের পৌঁছাতে হয় গন্তব্যে।
স্থানীয়রা জানান, আব্দুর রশীদ যশোরী সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীসহ অসংখ্য মানুষ এবং যানবাহন এটি দিয়ে যাতায়াত করে। কিন্তু এই সড়কের একাংশের ওপরে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ছাত্রছাত্রী ও নারীদের চলাচলের ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতি মোকাবিলা করতে হয়।
স্থানীয়রা আরও জানান, উপজেলা ভূমি অফিসের পশ্চিম প্রান্ত থেকে শুরু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীর ঘেঁষে আমিনুর রহমান ডিগ্রি কলজ পর্যন্ত আব্দুর রশীদ যশোরী সড়ক। সড়কটি দিয়ে কানাইনগর, বড়রিয়া ও বালিদিয়াসহ কয়েকটি গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ বহু মানুষ মহম্মদপুরে যাতায়াত করে। চলাচল করে যানবাহনও। নালা ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে এ জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে জানান তাঁরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশে ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীর ঘেঁষে প্রায় ৫০ গজ কার্পেটিং সড়কের ওপর পানি জমে আছে। জলাবদ্ধ অংশটুকু পাড়ি দিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। উপজেলা সদরের প্রাণকেন্দ্রে জনসাধারণের এমন দুরবস্থা নিরসনে কারও যেন খেয়াল নেই।
কলেজছাত্র মোহাম্মদ নাহিদ বলেন, ‘কলেজে যাওয়ার সময় এই রাস্তা ব্যবহার করি। কিন্তু বৃষ্টি হলেই পানি জমে থাকে। প্যান্ট হাঁটুতে উঠিয়ে চলাচল করতে হয়।’
পথচারী মনিরা খাতুন বলেন, ‘এখানে রাস্তার পাশেই ময়লার ভাগাড়। এই রাস্তা দিয়ে হাসপাতালে যেতে হয়। কিন্তু বৃষ্টি হলেই কয়েক দিন রাস্তায় পচা পানি জমে থাকে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানদ পাল বলেন, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।