রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের রো রো ফেরি কেরামত আলী থেকে পরে মোজাফফর হোসেন নান্নু (৭০) নামের এক যাত্রী নিখোঁজ হন। নিখোঁজের ১৪ ঘণ্টা পর ২৫ কিলোমিটার দূরে ফরিদপুর থেকে উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার সদর পৌরসভার চৌরহাস এলাকার ফুলতলা গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে।
নিখোঁজ মোজাফফর হোসেনে নান্নুর জামাই আশরাফুল ইসলাম মানিক বলেন, তাঁর শ্বশুর তাঁর স্ত্রী, মেয়ে ও তাঁর চাচাতো এক শ্যালককে নিয়ে মঙ্গলবার তাঁর ঢাকার বাসায় আসছিলেন। রাত ১.৪৫ মিনিটে দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটে রো রো ফেরি কেরামত আলীতে ওঠেন। ফেরি ছাড়ার সময় পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে তিনি ফেরি থেকে পরে যান। প্রত্যক্ষদর্শী ফেরিতে থাকা রশি ছুড়ে দেন, কিন্তু তিনি ধরতে পারেননি।
ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার প্রচেষ্টা চালায়। উদ্ধার অভিযানে আরিচা কার্যালয়ের ডুবুরি দল ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন অংশ নেয়।
ফরিদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, তাঁদের কাছে গতকাল বিকেল ৪টার দিকে সি অ্যান্ড বি ঘাট এলাকায় একটি লাশ ভেসে উঠেছে জানিয়ে ফোন আসে। পরে জানতে পারেন লাশটি আগের রাতে ফেরি থেকে পরে যাওয়া মোজাফফর হোসেন নান্নুর। তাঁরা নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান। তাঁর মেয়ের জামাই আশরাফুল ইসলাম লাশ শনাক্ত করেন।