হোম > ছাপা সংস্করণ

‘আগামী’র ৪০ বছরে মোরশেদুল ইসলামকে নিয়ে আয়োজন

দেশের বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামের সিনেমায় ফুটে ওঠে বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি, ঐতিহ্য, মাটি ও মানুষের গল্প এবং মুক্তিযুদ্ধের চেতনা। ‘চাকা’, ‘দীপু নাম্বার টু’, ‘দুখাই’, ‘দূরত্ব’, ‘খেলাঘর’, ‘আমার বন্ধু রাশেদ’ তাঁর পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা।

১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল মোরশেদুল ইসলাম পরিচালিত প্রথম সিনেমা ‘আগামী’। ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি প্রথম দেখানো হয় স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। আজ আগামীর ৪০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে মোরশেদুল ইসলাম ও তাঁর চলচ্চিত্র নিয়ে বিশেষ আয়োজন সাজিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে প্রীতি সম্মিলনী ও চলচ্চিত্র প্রদর্শনীর। গুণী এই নির্মাতাকে নিয়ে আরেক নির্মাতা নুরুল আলম আতিক বানিয়েছেন ‘অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট’ নামের একটি প্রামাণ্যচিত্র। সন্ধ্যায় আগামীর প্রদর্শনী শেষে দেখানো হবে প্রামাণ্যচিত্রটি। মোরশেদুল ইসলামের জীবন ও চলচ্চিত্র ভাবনা নিয়ে প্রামাণ্যচিত্রটির গবেষণা ও চিত্রনাট্যও করেছেন আতিক।

‘অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট’-এ কথা বলেছেন মোরশেদুল ইসলাম, শুভাশিষ রায়, গাজী রাকায়েত, আশীষ খন্দকার, বেলায়েত হোসেন মামুন, জাকির হোসেন রাজু, মেজবাউর রহমান সুমন, শামীম আক্তার, ফাখরুল আরেফিন খান, এল অপু রোজারিও, রতন পাল, জুনায়েদ হালিম, সোহানা সাবা, আফনান চৌধুরী ও মো. শাহরিয়ার আল মামুন।

নুরুল আলম আতিক বলেন, ‘মোরশেদুল ইসলাম তো চলচ্চিত্রের একটি ইনস্টিটিউট। এই অস্থির সময়ে আমরা তাই মোরশেদুল ইসলামের চলচ্চিত্র ভাবনাগুলো বুঝতে চাই, পাঠ করতে চাই তাঁর সিনেমা, চরিত্রগুলো। বুঝতে চাই নির্মাতা মোরশেদুল ইসলামকে। সেই উদ্দেশ্য নিয়েই বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এই প্রামাণ্যচিত্র নির্মাণ। আজ এর প্রথম প্রদর্শনী হবে। পরে, আরও কিছু অংশ সংযোজিত হয়ে প্রামাণ্যচিত্রটি পরিপূর্ণ হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ