হোম > ছাপা সংস্করণ

ছাত্রী হলের ফি নিয়ে অসন্তোষ

হারুনুর রশিদ, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো হলে উঠতে যাচ্ছেন ছাত্রীরা। কিন্তু দেশের অন্যান্য আবাসিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় জবির বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রী হলের বার্ষিক ফি সবচেয়ে বেশি। এই হলে ফি ধরা হয়েছে ৫ হাজার ২৬৫ টাকা, যা অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে কয়েক গুণ বেশি।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অ্যালটমেন্ট চার্জ ১ হাজার ৯৫০ টাকা এবং বার্ষিক ফি ৩৬০ টাকা দিতে হয়। জাহাঙ্গীরনগরে অ্যালটমেন্ট চার্জ নেই, তবে বার্ষিক ফি দিতে হয় ২৪০ টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অ্যালটমেন্ট চার্জ ১ হাজার টাকা জামানত হিসেবে দিতে হয়, বার্ষিক ফি ১ হাজার ১৫০ টাকা।

এমন ফি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জবির ছাত্রীরা। কয়েকজন শিক্ষার্থী জানান, প্রথম ছাত্রী হলে সিট বরাদ্দ পেয়ে খুশি হলেও ফি নিয়ে আমরা অসন্তুষ্ট।

জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, ‘বছরে একবার দেবে এই টাকা। প্রতি মাসে আসে ৪৩৮ টাকা করে। বাইরে থাকতে গেলে এর চেয়ে বেশি টাকা দিয়েই তো থাকতে হতো।’

অধ্যাপক ড. শামীমা বেগম আরও বলেন, ‘হলের ফি আমি একা নির্ধারণ করিনি। ফিন্যান্স কমিটি দিয়ে অনেক হিসাব করে এই ফি নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে আমি হল নিয়ে কাজ করতে পারব না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একাধিক হল রয়েছে, আমাদের একটি হল রয়েছে। আর খরচ ফিন্যান্স কমিটিতে পাস করাতে হয়েছে। এখন যদি আমাকে আবার এটাতে পরিবর্তন করতে হয়, তাহলে আরও এক সপ্তাহ সময় লাগবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ