হোম > ছাপা সংস্করণ

সব ধরনের সিনেমায় রাজি

দক্ষিণ কোরিয়ার ছবি ‘আ ডার্টি কার্নিভ্যাল’-এর বেশ কয়েকটি রিমেক হয়েছে ভারতে। এবার হলো হিন্দি রিমেক। নাম ‘বচ্চন পাণ্ডে’। আগের সিনেমাগুলোর চেয়ে কিছুটা আলাদা এই সিনেমা। অন্য সিনেমাগুলোয় দুটি প্রধান চরিত্রই পুরুষ ছিল। এখানে একটি পুরুষ চরিত্র বদলে নারী করা হয়েছে। সেই চরিত্রে আছেন কৃতি শ্যানন। কারণ অক্ষয়কে যেভাবে ‘লার্জার দ্যান লাইফ’ ধাঁচে সাজিয়েছেন পরিচালক, সেখানে দ্বিতীয় পুরুষ অভিনেতা কোণঠাসা হয়ে যেতেন। তার চেয়ে নারী চরিত্র বরং গল্পের স্বাদ বদলেছে কিছুটা।

মায়রা (কৃতি শ্যানন) পরিচালক হতে চায়। প্রযোজক তাকে গ্যাংস্টার নিয়ে সিনেমা বানাতে বলে। বচ্চন পাণ্ডের (অক্ষয়) খোঁজ পায় মায়রা। উত্তর প্রদেশের এক কাল্পনিক জায়গা বাগওয়া। বচ্চন ওই এলাকার ডন। পুলিশ পেটানো, সাংবাদিককে পুড়িয়ে দেওয়া, বিরোধী গ্যাংস্টারদের একের পর এক বিনাশ করা—এমনই তার চরিত্র। বচ্চনের ডন হয়ে ওঠার গল্প জানতে হাজির হয় মায়রা। সঙ্গী হয় তার বন্ধু বিশু (আরশাদ ওয়ার্সি)। আড়াই ঘণ্টার সিনেমায় বন্ধুত্ব, প্রেম, বিশ্বাসঘাতকতা—সব মিলিয়েছেন পরিচালক। চরিত্রটি নিয়ে কৃতি বলেন, ‘মেয়েটি সাহসী। সে জানে সে কী চায়, কীভাবে সেটা করতে হয়। তবে এই চরিত্রের জন্য আমার কোনো প্রস্তুতি ছিল না। পরিচালক আমাকে বলেছেন কী চরিত্র বলব না, সেটে আসবে, মজায় মজায় আমরা শুটিং করব।’

কৃতি শ্যানন এই সময়ে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় আছে একাধিক বলিউড সিনেমা। কৃতি বলেন, ‘২০২০ সালে আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সিনেমায় যুক্ত হয়েছি। সময় মিললে আমি সব ধরনের সিনেমা করতেই রাজি আছি। সব সিনেমা হয়তো সব দর্শকের ভালো লাগবে না। তবে এতগুলো ভিন্ন গল্পের সঙ্গে যুক্ত হতে পেরেছি, এটাও কম কী?’ 
কৃতির পাইপলাইনে রয়েছে ‘আদিপুরুষ’, ‘বেধিয়া’, ‘গানপথ’, ‘শেহজাদা’র মতো আলোচিত সিনেমা। কৃতি বলেন, ‘একজন পরিচালক আমার কাছে সিনেমার প্রস্তাব নিয়ে এসেছেন, এটা যে একজন শিল্পীর কত বড় মানসিক প্রশান্তি, সেটা শিল্পীরাই জানেন। অনেকেই জানতে চান আমি কেমন সিনেমা করতে চাই। কেমন সিনেমা করতে চাই, সেটা বলার যোগ্যতা আমার হয়েছে বলে মনে করি না। আমি এখনো কাজ করতে চাই। তবে আমি চাই চরিত্রটা যেন সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত বারবার রূপ পরিবর্তন করে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ