মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে জোরপূর্বক জমি দখল করে দালান নির্মাণ করার অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম কাজল নামে এক প্রবাসীর বিরুদ্ধে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বেশ কয়েকবার মীমাংসা করলেও তা মানছেন না তাঁরা।
ভুক্তভোগী জিয়াউল আলম জানান, জহিরুল ইসলাম কাজল ও তাঁর ভাই রিপন তাঁদের দখলীয় জমি বেদখল করে দালানের অংশ বাড়িয়ে বারান্দা নির্মাণ করছেন। কোনো বাঁধাই তারা মানছেন না। এক বছরে ৪ বার জমি মাপা হয়েছে, ৪ বার সালিসে বসা হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি।
এ বিষয়ে সানোয়ার হোসেন রিপন বলেন, ‘তাঁদের জমি দখল করে আমরা নির্মাণকাজ করিনি। ছয় দিন আগে উকিলের মাধ্যমে আদালতের মাধ্যমে ব্যবস্থা নিয়েছি। এখনো আদালত থেকে নোটিশ এসে পৌঁছায়নি। আদালত যদি বর্ধিত অংশ ভাঙতে বলে তাহলে আমরা ভেঙে দেব।’
জৈনসারের ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু বলেন, ‘বহুবার তাঁদের জমি মাপা হয়েছে।অনেক গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। কিন্তু সে সিদ্ধান্ত কাজলরা মানেননি। এখন আদালতের মাধ্যমে যা হয়।’
সিরাজদিখান থানার ওসি বোরহান উদ্দিন বলেন, ‘আদালত কোনো নির্দেশনা দিলে আমরা সেটা ব্যবস্থা নেব।’