মঠবাড়িয়ায় সাফিয়া আক্তার (২০) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার বুড়িরচর গ্রামে স্বামীর বসতঘরের সামনে একটি গাছের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো লাশটি উদ্ধার করা হয়। সাফিয়া আক্তার ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী ও শরিয়তপুর জেলার সখিপুর থানার চরকুমারিয়া হাওলাদার কান্দি গ্রামের দিনমজুর মহসিন ফকিরের মেয়ে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িরচর গ্রামের জুয়েল হাওলাদার প্রেমের সম্পর্ক করে সাফিয়া আক্তারকে এক মাস আগে বিয়ে করেন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে, এদিকে সাফিয়া আক্তারেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর স্বামী–স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়।
শুক্রবার গভীর রাতে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
সাফিয়া আক্তারের ভাই জামাল হোসেন জানান, ৭–৮ মাস আগে সখিপুর থানার সবুজ সরদারের সঙ্গে বিয়ে হয় সাফিয়ার। গত এক মাস আগে ওই বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। এরপর আত্মীয়–স্বজনদের বাড়ি খুঁজেও তাঁকে পাওয়া যায়নি।
মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী জুয়েলকে আটক করা হয়েছে।