হোম > ছাপা সংস্করণ

‘নির্বিচারে পাহাড় কেটে নিজেরাই বিপদ আনছি’

বান্দরবান প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, এক সময় পাহাড়ে প্রচুর গাছ ছিল। কিন্তু নগরায়ণের নানা যুক্তি দেখিয়ে পাহাড় ও গাছপালা কাটছে অনেকে। সেই গাছ ও পাহাড় ধ্বংসের কারণে নিজেদের বিপদ নিজেরাই নিয়ে আসছি। গতকাল রোববার সকালে বান্দরবান অরুণ সারকী টাউন হলে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।

পার্বত্য মন্ত্রী বলেন, ‘এক সময় পাহাড়ে প্রচুর গাছ থাকায় প্রখর রোদে সেই গাছের ছায়ায় আশ্রয় নেওয়া যেত। সেই গাছের অক্সিজেন গ্রহণ করতাম আর সেই গাছের ধরে রাখা পানি পান করতাম। গাছের পানি জলীয় বাষ্প হয়ে আকাশে গিয়ে মেঘের সৃষ্টি করত, তাতেই বৃষ্টি হতো। আজ পাহাড়ে গাছ নাই, ছায়া নাই আর ঝিরিতে পানিও নেই। পরিবেশে হাত দেওয়ার কারণে মাটিতে পানিও নেই। এতে করে আমরা চরম সংকটের মধ্যে রয়েছি। আমাদের বেঁচে থাকার জন্য পাহাড় যেমন রক্ষা করতে হবে, তেমনি পাহাড়ে থাকা গাছকেও নির্বিচারে না কেটে, পরিকল্পিতভাবে কাটতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে, তাহলে আমাদের সবুজ-পরিবেশ সমৃদ্ধ হবে, আমাদের অক্সিজেনের চাহিদা মিটবে।

বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা (পাল্পউড) মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, বিভাগীয় বন কর্মকর্তা হক মাহাবুব হোসেন, লামা বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল, নেজারত ডেপুটি কালেক্টর মাসুদুর রহমান রুবেল, ইউএনডিপি বান্দরবানের ম্যানেজার খুশি রায় ত্রিপুরাসহ বিভিন্ন মৌজার হেডম্যান কারবারি ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ