পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরীক্ষামূলক ব্ল্যাক রাইস প্রজাতির ধান চাষ করে সফল হয়েছেন সাদেকুল ইসলাম সুষম। ইউটিউব দেখে এই ধান চাষে উদ্বুদ্ধ হন এ তরুণ।
তেঁতুলিয়া উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে ইসলামবাগ গ্রামের মাঠে ব্ল্যাক রাইস জাতের ধান চাষ করেছেন সাদেকুল ইসলাম সুষম। তিনি পরীক্ষামূলকভাবে প্রায় দুই বিঘা জমিতে এ ধানের চাষ করেছেন।
সুষম ঢাকা কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেছেন। করোনাভাইরাসের সময়ে সুষম ঢাকা থেকে বাড়ি ফিরে আসেন। পরে অবসর সময়ে ইউটিউবে ব্ল্যাক রাইসের প্রামাণ্যচিত্র দেখে চাষে অনুপ্রাণিত হন। তিনি গাজীপুর থেকে ৫০০ টাকা দরে কয়েক কেজি ব্ল্যাক রাইসের তিন প্রজাতির ধানের বীজ সংগ্রহ করে চারা উৎপাদন করেন। পরে দুই বিঘা জমিতে ওই চারা রোপণ করেন। প্রথমবারের চাষে বাম্পার ফলন পেয়েছেন সুষম। সপ্তাহখানেকের মধ্যে এ ধান কেটে মাড়াইয়ের কথা ভাবছেন তিনি।
সাদেকুল ইসলাম সুষম বলেন, ‘দেশি ধানের মতোই একই প্রক্রিয়ায় এ ধান চাষ করা যায়। বাজারে এই ধানের চালের ব্যাপক চাহিদা রয়েছে। ফলন ভালো হয়েছে। এবার যদি ধান ঘুরে তুলতে পারি তাহলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে চাষ করব।’
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘ব্ল্যাক রাইস রোগ প্রতিরোধী হওয়ায় এর চাহিদা ব্যাপক। পঞ্চগড়ে প্রথম এই ধান চাষ করে সফল হয়েছেন সাদেকুল।’