হোম > ছাপা সংস্করণ

বাংলাদেশে বিজেপির ভূমিকা নিয়ে তদন্ত দাবি তৃণমূলের

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের বিবৃতির লড়াই। ৩০ অক্টোবর রাজ্যে ৪ আসনে যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতেও ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কারণ হিসেবে তিনি শুভেন্দুর বক্তব্যকে হাতিয়ার করেছেন।

কুণালের অভিযোগ, শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশের ঘটনায় বিজেপির ভোটে লাভ হবে। তার মানে, এই কুৎসিত ঘটনার সুবিধাভোগী বিজেপি। তাহলে সুবিধা নেওয়ার জন্য কাদের কী ভূমিকা ছিল, তদন্ত হোক। আর শুভেন্দু সাংবাদিকদের কাছে দাবি করেছেন, বাংলাদেশে অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করতে হবে। নইলে বনগাঁ সীমান্ত অবরোধ করবেন তিনি।

এদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিজেপি, ভিএইচপি, আরএসএস-সহ কয়েকটি সংগঠনের কর্মীরা কলকাতার রাসমনি রোডে জমায়েত করেন। তাঁরা চেয়েছিলেন, মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ দেখাবেন। কিন্তু মিছিলের কোনো অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এ অবস্থায় পুলিশের অনুমতি ছাড়াই সেনাবাহিনীর এলাকায় জমায়েত করে মিছিল করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ।

বৃষ্টির মধ্যেই গতকাল বহু হিন্দুত্ববাদী জড়ো হয়েছিলেন কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে রাসমনি এলাকায়। ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, নারী নেত্রী অগ্নিমিত্রা পাল ও ডা. অর্চনা মজুমদার, বিধায়ক অশোক দিন্দা প্রমুখ।

ডা. অর্চনা মজুমদার জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর নিন্দনীয় হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গের সর্বত্রই আন্দোলন চলছে। এদিন হামলা বন্ধ করতে বাংলাদেশ সরকারের কার্যকর ভূমিকার দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ