হোম > ছাপা সংস্করণ

বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বরখাস্তকৃত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারী নিজ পদে পুনবহাল হয়েছেন। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে বরখাস্তের ১ মাসের মাথায় তাকে পুনর্বহাল করে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। গত রোববার স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচির মো. আবুজাফর রিপনের এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

সূত্রে জানা যায়, বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ১৮ আগস্ট স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে চেয়ারম্যান পদ থেকে মো. দেলোয়ার হোসেন শিকারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে রিট পিটিশন দাখিল করেন।

পরে গত ৩১ আগস্ট রিট পিটিশনটির (রীটপিটিশন নং ৬৮০৮ / ২০২১) শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট ডিভিশন স্থানীয় সরকার বিভাগের সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনকে তিন মাসের জন্য স্থগিত করেন।

হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য দেলোয়ার হোসেন শিকারী গত ৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগে আবেদন করেন। পরে হাইকোর্টের দেয়া রায় বাস্তবায়নের জন্য গত রোববার এক আদেশে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন স্থানীয় সরকার বিভাগ। এবিষয়ে ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারী বলেন, আদালতের রায়, স্থানীয় সরকার বিভাগ ও ইউএনওর নির্দেশনা মোতাবেক জারির পর থেকে পুনরায় আমি ইউনিয়ন পরিষদের কাজে যোগদান করেছি।

জানতে চাইলে গোসাইরহাটের ইউএনও মো. আলমগীর হুসাইন বলেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক মো. দেলোয়ার হোসেন শিকারীকে তার স্বপদে পুনঃবহাল করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ