ঘেরে শত্রুর ছিটানো বিষে অন্তত ছয় লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে বলে দাবি করেছেন মাছচাষি। যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের হুসাইন কবির গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন। বুধবার দিবাগত রাতে ধুপখালী গ্রামে এ ঘটনা ঘটে।
হুসাইন কবির জানান, একই গ্রামের আনরুল ইসলাম, তরিকুল সর্দার, রবিউল ইসলাম, শাহাজান আলী, জাহিদুল মোল্যা ও জামাল সর্দার শত্রুতার জেরে তাঁর ঘেরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছেন। হুসাইন কবির কিছুদিন আগে প্রায় দেড় বিঘা জমির ঘেরে বিদেশি ট্যাংরা, বড় জাতের পুঁটি ও তেলাপিয়া মাছের চাষ শুরু করেন। বুধবার রাতে কে বা কারা পুকুরে কীটনাশক প্রয়োগ করে চলে যায়। সকালে সব মাছ মরে ভেসে ওঠে।
স্থানীয় বাসিন্দা শেখ আল-মুবিন বলেন, সকালে হঠাৎ দেখি লোকজন মাঠের দিকে ছুটছেন। গিয়ে দেখি হুসাইনের ঘেরের সব মাছ মরে ভেসে উঠেছে।
ক্ষতিগ্রস্ত ঘের মালিক হুসাইন কবির জানান, মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন তিনি। তিন মাস আগে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে দেড় বিঘা জমির ঘেরে বিদেশি জাতের ট্যাংরা, বড় জাতের পুঁটি ও তেলাপিয়া মাছের পোনা ছাড়েন। এই তিন মাসে পোনা ও খাবারসহ আনুষঙ্গিক তাঁর তিন লাখ টাকার বেশি খরচ হয়েছে। বর্তমানে এসব মাছের সম্ভাব্য মূল্য রয়েছে প্রায় ৬ লাখ টাকা।
হুসাইন কবির বলেন, ‘রাতের আঁধারে অভিযুক্তরা প্রায়ই আমার ঘেরে জাল, ঘুনি পেতে মাছ ধরতেন। এসব করতে তাঁদের নিষেধ করি। এটাই যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে মেরে ফেলতেন। মাছের অপরাধ কী?’
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন বলেন, ‘কীটনাশকে মাছ মারার ঘটনায় অভিযোগ এসেছে। ক্ষতিগ্রস্ত চাষি মামলা করবেন বলে জানিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’