সেপ্টেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল চিত্রনায়িকা অধরা খান অভিনীত সিনেমা ‘বর্ডার’। সে সময় সেন্সর বোর্ডের আপত্তির মুখে মুক্তি আটকে যায়। আশার কথা হলো, সেন্সর জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহে ফিরছে সিনেমাটি। তবে পাল্টে গেছে নাম। ‘বর্ডার’ নয়, ‘সুলতানপুর’ নামে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। চলতি ডিসেম্বর কিংবা জানুয়ারির প্রথম দিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা সৈকত নাসির।
দুই দেশের সীমান্ত এলাকার মধ্যে যে জীববৈচিত্র্যের বিস্তৃতি ঘটে, তা-ই এই সিনেমার উপজীব্য। বাংলাদেশ-ভারত সীমান্তের মানুষের জীবনযাত্রা ও ওই অঞ্চলের চোরাচালান নিয়ে ‘বর্ডার’-এর গল্প। এতে গ্রামের একজন প্রভাবশালী সৎ নেতার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অধরা।
সিনেমাটি নিয়ে অধরা খান বলেন, ‘এটা একদমই এই সময়ের ছবি। দর্শকের পছন্দ করার সবকিছু্ই আছে এখানে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমায় আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। চরিত্রটি ফুটিয়ে তুলতে আমার চেষ্টার কমতি ছিল না। নতুন করে সিনেমার নাম এবং কিছু দৃশ্যের পরিবর্তন হলেও গল্পের কোনো পরিবর্তন হয়নি। আশা করছি দর্শক নিরাশ হবেন না।’
নির্মাতা সৈকত নাসির বলেন, ‘সেন্সর বোর্ডের নির্দেশনা অনুযায়ী কিছু অংশের সংশোধন করা হয়েছে। এই কারণেই নাম পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয়বার সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর আনকাট ছাড়পত্র পেয়েছে। বোর্ডের অনেক সদস্য ফোন করে প্রশংসা করেছেন। আশা করি দর্শকদের কাছেও ভালো লাগবে।’
এই সিনেমার কাহিনি লিখেছেন আসাদ জামান। অধরা খান ছাড়াও আছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।
অধরা এখন ব্যস্ত আছেন ‘কোভিড-১৯ বাংলাদেশ’, ‘গিভ অ্যান্ড টেক’, ‘উন্মাদ’ ও কলকাতার একটি সিনেমার কাজে। সর্বশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমায়। এতে অধরাকে দেখা যায় আসিফ নূর ও সুমিত সেনগুপ্তর বিপরীতে।