প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত চার দফা দাবি বাস্তবায়নে নাটোরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ মানববন্ধন করেছে।
গতকাল বুধবার দুপুরে কালেক্টরেট ভবনের সামনে সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রীর অনুমোদিত চলমান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে কমিয়ে তিন বছরে রূপান্তর করার সিদ্ধান্ত অযৌক্তিক ও আত্মঘাতী। এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার কফিনে শেষ পেরেকটি মারার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দেশের পাঁচ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সরকারি-বেসরকারি পলিটেকনিকে অধ্যয়নরত চার লাখের বেশি ছাত্র-শিক্ষক চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে। শিগগিরই তাঁদের দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধনে। মানববন্ধনে বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্যসচিব চৌধুরী সাজ্জাদ আরেফিন।