হোম > ছাপা সংস্করণ

রাউজান ও চন্দনাইশে দুই দিনে ৭টি গরু চুরি

রাউজান ও চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান ও চন্দনাইশে গত দুদিনে ৭টি গরু চুরি হয়েছে। এ ঘটনায় রাউজান ও চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাউজান সদর ইউনিয়নের জারুলতলা গ্রামের ভূঁইয়া অলার বাড়িতে প্রতিবন্ধী মো. ইকবালের তিনটি গরু চুরি হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে রাউজান থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবন্ধী ইকবালের বসতঘরের পাশে গোয়াল ঘর ছিল। তাঁর গোয়াল ঘর থেকে বাছুরসহ একটি গাভি ও একটি ষাঁড় নিয়ে গেছে চোরেরা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জহির উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইকবালের তিনটি গরু পিকআপে তুলে নিয়ে যেতে দেখেছেন দুই যুবক। তাঁদের দৃষ্টিগোচরে আসার কয়েক মিনিটের মধ্যেই গাড়ি চলে যায়। অসহায় পরিবারের তিনটি গরু চুরি হয়েছে। গরুর দুধ বিক্রি করে সংসার চলত তাঁদের।

এ ঘটনার পর প্রতিবন্ধী ইকবালের মা বেদুরা বেগমের কান্না থামছে না।

এ ব্যাপারে জানতে চাইলে গতকাল সকালে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘গরু চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেছেন কিনা, আমি অবগত নয়। হয়তো ডিউটি অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন। তবে এখনো আমাকে জানানো হয়নি।’

এদিকে চন্দনাইশ পৌরসভার যতরকুল এলাকায় গত বুধবার দিবাগত রাতে ৪টি গরু চুরির অভিযোগ উঠেছে। গরু চারটির আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় গরুর মালিক আবু তাহের বাদী হয়ে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে চোরের দল চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা যতরকুল সোলাইমান হাজীর বাড়ি আবু তাহেরের গোয়াল ঘরের তালা ভেঙে ৪টি গরু চুরি করে নিয়ে গেছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ