মাদারীপুরের শিবচর থেকে ইয়াবাসহ মো. আমির হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাচেন মাদবরকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আমির হোসেন ওই এলাকার করিম ব্যাপারীর ছেলে। র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাচেন মাদবরকান্দি এলাকার জুয়েল মাদবরের অব্যবহৃত একটি ঘরের পাশের খোলা জায়গা থেকে ইয়াবাসহ আমির হোসেনকে আটক করে র্যাব সদস্যরা। আটককৃত ব্যক্তির কাছ থেকে তখন ৯৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।