নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকসহ দুজনকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত শনিবার রাত ২টায় চিটাগাং রোডের শিমরাইল ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশের বন্ধু পরিবহন বাস কাউন্টারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপাড়া গ্রামের মো. আতিকুর ইসলাম (৩০) ও মো. শামিম হোসেন (২৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১-এর উপপরিচালক একেএম মুনিরুল আলম জানান, ওই দুই ব্যক্তি এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য। তাঁদের কাছ থেকে ২৯০ বোতল ফেনসিডিল, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল, ১ টি টয়োটা মাইক্রোবাস এবং ৫ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।