হোম > ছাপা সংস্করণ

লাখ টাকার সঙ্গে গেল জীবনটাও

মনিরামপুর প্রতিনিধি

মনিরামপুরে ছিনতাইকারীদের দেওয়া চেতনানাশক পানে পরিমল বিশ্বাস (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়। পরিমল উপজেলার শ্যামনগর গ্রামের পঞ্চানন বিশ্বাসের ছেলে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শ্যামনগরের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফিরোজ আহম্মেদ মারা যাওয়া পরিমলের পরিবারের বরাত দিয়ে বলেন, ‘সমাধান নামে একটি এনজিও থেকে নেওয়া ঋণের এক লাখ টাকা শোধ দিতে গেল শনিবার বিকেলে মনিরামপুরের চিনাটোলা বাজার শাখায় আসেন পরিমল। পরদিন রোববার সকালে স্বজনেরা তাঁকে অচেতন অবস্থায় চিনাটোলা বাজার থেকে উদ্ধার করেন। সেখান থেকে তাঁকে নিয়ে মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন পরিমল।’

ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।’

ফিরোজ আহম্মেদ বলেন, ‘কোনো কারণে সমাধান অফিসে টাকা জমা দিতে ব্যর্থ হন পরিমল। ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চিনাটোলা বাজারের কাছে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। টাকা ছিনিয়ে নিতে তাঁরা পরিমলকে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ফেলেন। পরের দিন পরিমলকে উদ্ধার করা গেলেও টাকা পাওয়া যায়নি।’

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বলেন, ‘মারা যাওয়ার পর হাসপাতাল থেকে স্বজনেরা পরিমলের লাশ বাড়িতে নিয়ে আসেন। তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।’

এসআই জিয়াউল হক বলেন, ‘পরিমলের পরিবার বাদী হয়ে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ