হোম > ছাপা সংস্করণ

পোকায় শেষ কৃষকের স্বপ্ন

ঝিকরগাছার নাভারণ ইউনিয়নে কৃষকের এক বিঘা জমির আমন খেতে পুরোটাই নষ্ট হয়ে গেছে কারেন্ট পোকার আক্রমণে।

কলাগাছি মাঠে হাড়িয়া নিমতলার গ্রামের ইউনুস আলী নামের ওই কৃষকের খেতে কাঁচি চালালে খড়কুটো ছাড়া কিছুই মিলবে না। শুধু ইউনুস আলী নন, তাঁর মতো অনেক কৃষকের স্বপ্ন মাঠে মরে যেতে বসেছে।

কারেন্ট পোকার আক্রমণে অনেকের আমনের খেতে কাঁচি পড়বে না এমন অবস্থাও সৃষ্টি হয়েছে। তবে এসব খবর জানেন না কৃষি কর্মকর্তারা। বিশেষ করে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে না যাওয়ায় কৃষক ধানের খেত কারেন্ট পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারছেন না।

উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠে না যাওয়ার অভিযোগ উঠেছে। অনেক এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের কৃষকেরা চেনেন না বলেও দাবি করেছেন। ফলে, ফসলের রোগবালাই নিরাময়ে কীটনাশক বিক্রেতারাই কৃষকের ভরসা।

উপজেলার নাভারণ ইউনিয়নের কলাগাছি মাঠে হাড়িয়া নিমতলার গ্রামের ইউনুস আলীর এক বিঘা ধান খেত কারেন্ট পোকার আক্রমণে একেবারে নষ্ট হয়ে গেছে।

কলাগাছি গ্রামের বর্গাচাষি নজরুল ইসলাম বাবু বলেন, ‘এখানকার উপসহকারী কৃষি কর্মকর্তা দু–একজন বড়োলোকের সঙ্গে যোগাযোগ রাখেন। ছোটখাটো কৃষকদের তিনি চেনেন না।’

একই গ্রামের রহমত আলী বলেন, ‘আমাদের এদিকে কোনো সময় কৃষি কর্মকর্তা আসেন না।’

উপজেলার বল্লা গ্রামের কৃষক আসাদুজ্জামান বলেন, ‘দুই বিঘা আমন ধানের জমিতে পচা রোগ লেগেছে। কীটনাশক বিক্রেতার পরামর্শে ওষুধ ছিটাচ্ছি।’

নাভারণ ইউনিয়নে দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজুর রহমান বলেন, ‘সব গ্রামে সব কৃষকের কাছে যাওয়া তো সম্ভব না। তাই যে কৃষক মোবাইল ফোনে ডাকে তাঁর কাছে যাওয়া হয়, পরামর্শ দেওয়া হয়।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস বলেন, ‘যদি কোনো উপসহকারী কৃষি কর্মকর্তা দায়িত্ব পালন না করেন, প্রমাণ পেলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ