হোম > ছাপা সংস্করণ

ডোমারে কমেছে সবজির দাম

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে এক সপ্তাহে অধিকাংশ শীতকালীন সবজির দাম কমেছে। আলু, বেগুন, টমেটো, পাতাকপি ও মরিচের দাম কমেছে। তবে ফুলকপি ও আদার কিছুটা বেড়েছে। পেঁয়াজের দাম একই রয়েছে। এতে ক্রেতারা খুশি হলেও হতাশ কৃষক।

গতকাল সরেজমিন ডোমার উপজেলার কাঁচাবাজারে দামের এ অবস্থা দেখা গেছে।

কাঁচামাল ব্যবসায়ী সাগর ইসলাম (২৭) বলেন, গত এক সপ্তাহে অধিকাংশ সবজির দাম কমেছে। আলু ১৫ থেকে ১০টাকা, বেগুন ৩০ থেকে ২০, টমেটো ৩০ থেকে ২০, পাতা কপি ২৫ থেকে ২০, মরিচ ৩০ থেকে ১৫ কেজি হয়েছে। তবে ফুলকপি ২৫ থেকে বেড়ে ৩০ আর ৫০ টাকার আদা ৮০ টাকায় উঠেছে। পেঁয়াজ ৪০ বিক্রি হচ্ছে টাকায়।

সফিকুল ইসলাম (৪৭) নামের এক ক্রেতা বলেন, ‘সবজির দাম কিছুটা কম। এ জন্য দুই কেজির পরিবর্তে তিন কেজি আলু নিলাম। টমেটো, মরিচ ও পাতাকপি কিনেছি।’

আরেক ক্রেতা করিমুল ইসলাম (৩০) বলেন, ‘কয়েক দিন আগে অনেক বেশি সবজির দাম ছিল। এখন তা নাগালেই। এভাবে দাম নিয়ন্ত্রণে থাকলে আমরা মধ্যবিত্তরা ভালো থাকব।’

বসুনিয়া এলাকার কৃষক মোসলেম উদ্দিন (৪৫) বলেন, ‘দিন দিন আলুর দাম একেবারেই কমে যাচ্ছে। এতে উৎপাদন খরচ ওঠানো মুশকিল হয়ে যাবে।’

এলাকার কৃষক বাবলু ইসলাম (৪৩) বলেন, ‘অধিকাংশ সবজির উৎপাদন ভালো হয়েছে। ফসলও তুলছেন সবাই। তাই দাম অনেক কমে গেছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ