উজিরপুরের শিক্ষার্থী উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। গতকাল সোমবার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম শিল্পীকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে আরও রয়েছেন নাসির আহম্মেদ ও মোজাম্মেল হক। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম।
অভিযোগ উঠেছে, বরিশালের উজিরপুরে হারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর নাম নেই। অথচ ভুয়া শিক্ষার্থীর নামে উপবৃত্তির টাকা তুলে প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষ আত্মসাৎ করেছেন। এ ঘটনায় সংবাদ প্রকাশের পর শিক্ষা অফিস তদন্ত কমিটি গঠন করেছে বলে জানান ওই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অমল মল্লিক। তিনি বলেন, ‘এর আগেও ওই স্কুলশিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দিলেও কোনো প্রতিকার মেলেনি। এই তদন্ত কত দূর গড়াবে তা আমার বুঝে আসে না।’