কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের মরদেহ দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তেবাড়িয়া খয়েরচারা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে খয়েরচারা কবরস্থান প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল নুরুল ইসলামের কফিনে গার্ড অব অনার দেয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
গত সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মারা যান।