হোম > ছাপা সংস্করণ

হাতি নিয়ে পথে চাঁদাবাজি

সখীপুর প্রতিনিধি

সখীপুর-সাগরদীঘি সড়কে হাতি দিয়ে গাড়ি থামিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। হাতি দিয়ে চাঁদা নেওয়ায় পথচারী, যানবাহনের যাত্রী ও ব্যবসায়ীরাও অতিষ্ঠ। আবার কেউ কেউ টাকা দিচ্ছেন খুশি মনেই। গত বুধবার বিকেলে ওই সড়কের বিভিন্ন বাজারে দেখা গেছে এমন চিত্র।

সরেজমিন দেখা যায়, একটি বড় হাতি নিয়ে সখীপুর-সাগরদীঘি সড়কে মাঝপথে গাড়ি থামিয়ে টাকা আদায় করছেন এক যুবক। তিনি যানবাহনে থাকা যাত্রী, পথচারী ও চালকদের কাছ থেকে অনেকটা জোরপূর্বক টাকা আদায় করছেন। টাকা না দেওয়া পর্যন্ত কোনো গাড়ি ও পথচারীকেই ছাড়ছে না হাতিটি। একে একপ্রকার চাঁদাবাজি বলেছেন পথচারীরা।

পথচারী দেলোয়ার হোসেন বলেন, ‘বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বাজারের দিকে যাচ্ছিলাম। পথে হঠাৎ একটি হাতি সামনে এসে দাঁড়ায়। তারপর শুঁড় উঁচু করে টাকা চায়। টাকা না দিলে হাতি হুংকার দিয়ে তেড়ে আসে। পরে ১০ টাকা দিয়ে ছাড়া পাই।’

ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী খোরশেদ আলম বলেন, অটোরিকশা দেখেই বড় একটি হাতি সামনে এসে দাঁড়ায়। তাকে ১০ টাকার কম দিলে সে সেটা নেয় না। হাতির তো টাকা চেনার কথা নয়। হাতিটির পিঠে বসে থাকা যুবক কৌশলে ১০ টাকার বেশি নিতে বাধ্য করায়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ