চান্দিনা প্রতিনিধি
চান্দিনায় ৪০ বোতল ফেনসিডিলসহ আবুল খায়ের (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা মোড় থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, চান্দিনা থানা-পুলিশের উপপরিদর্শক সুজন দত্তের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই যুবককে আটক করা হয়। আটক আবুল খায়ের জেলার বুড়িচং উপজেলার করিমাবাদ গ্রামের বাসিন্দা।