জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। সভায় বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, জেলা কৃষক দলের সভাপতি আওসাফুদ্দৌলা জুয়েল, বিএনপি নেতা হাদিউজ্জামান হীরো, মাহবুবুর রহমান টুটুল, যুবদল নেতা মো. নাজমুল হুদা, শেখ মনিরুজ্জামান মান্না, সারদার জসিম উদ্দিন, শেখ ওমর আলী মুন্না, বাপ্পি হোসেন, মহিতুল ইসলাম, মশিউর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বাগেরহাট পৌরসভা সদর ও কচুয়া উপজেলা যুবদল আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা অংশ নেন।