হোম > ছাপা সংস্করণ

পকেটমার চক্রের ৫ জন আটক

মৌলভীবাজার প্রতিনিধি

সিলেট থেকে আসা ঢাকাগামী এক বাসে ১ লাখ টাকাসহ পকেটমার চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট হুমায়ূন রশিদ চত্বর থেকে নাসির মিয়া নামে এক যাত্রী ব্যবসার কাজে ১ লাখ টাকাসহ গাড়িতে ওঠেন। যাত্রাপথে তিনি গোয়ালাবাজার এলাকায় এসে হঠাৎ প্যান্টের পকেটে হাত দিয়ে দেখেন সেখানে টাকা নেই। তাৎক্ষণিক গাড়িতে থাকা সকল যাত্রীদের বিষয়টি জানান। এতে কোনো সুরাহা না পেয়ে শেরপুরে গাড়িটি পৌঁছালে শেরপুর হাইওয়ে থানা-পুলিশকে বিষটি জানান।

শেরপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন গাড়ির ভেতরে তল্লাশি চালান। একপর্যায়ে গাড়িতে থাকা পাঁচজন যাত্রীর সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতরে ১ লাখ টাকা পাওয়া যায়। এ সময় পুলিশ তাঁদের আটক করে।

আটকেরা হলেন, মৌলভীবাজারের রাজনগরের খলাগাঁও এলাকার সয়ফুল মিয়া (২৬), একই উপজেলার কদমহাটা এলাকার মো. সোহেল মিয়া (২৫), মৌলভীবাজার সদর উপজেলার গির্জাপাড়া এলাকার রমজান আলী (৩০), সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্রিশ এলাকার মো. ছাবুল মিয়া (২৭) ও জকিগঞ্জ উপজেলার শাহীন আহম্মেদ শেবুল (৫৪)।

শেরপুর হাইওয়ে থানার ওসি মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ির ভেতর থেকে পকেটমার চক্রের পাঁচ সদস্যসহ ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ