হোম > ছাপা সংস্করণ

রাজউককে দুষলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যানজট, জলাবদ্ধতা, দূষণ আর ঘনবসতির মতো নানা সমস্যায় জর্জরিত রাজধানী ঢাকা। সুষ্ঠু পরিকল্পনার অভাবে দিনের পর দিন এসব সমস্যা আরও প্রকট হচ্ছে বলছেন নগর পরিকল্পনাবিদেরা। অপরিকল্পিত নগরায়ণের জন্য এবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে দুষলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ‘রাজউক উন্নয়ন পরিকল্পনার সময় সুন্দর ডিজাইন করে। পরে জায়গার দাম বেড়ে গেলে বিক্রি করে দেয়। এখন থেকে রাজউকসহ সবাইকে বলছি, যে ডেভেলপার যে ডিজাইন দিয়ে প্লট বিক্রি করবেন, তাঁদের সেই নকশা শেষ পর্যন্ত থাকতে হবে।’

নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনটি আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বি.আই.পি.)।

মেয়র আতিক অভিযোগ করে বলেন, রাজউক রাজনৈতিক চাপে পরিকল্পিত সুন্দর জায়গাতেও অপরিকল্পিত বাণিজ্যিক স্থাপনার বরাদ্দ দেয়। বিভিন্ন হাউজিংয়ের নকশা যখন করা হয়, তখন খেলার মাঠের কথা উল্লেখ থাকে। রাজউক সুন্দর করে প্ল্যান করে, খেলার মাঠ, বাজার, মার্কেট, লেকের পাড়ে হাঁটার জন্য জায়গা সব থাকবে বলে। কিন্তু পরবর্তী সময়ে সেখানেই আবার গড়ে ওঠে বাণিজ্যিক স্থাপনা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, প্রয়োজন হলে সব পৌরসভাতেই পরিকল্পনাবিদ নিয়োগ দেওয়া হবে। পুরো দেশটাই পরিকল্পনা মতো গড়ে উঠুক।’

সম্মেলনে আরও বক্তব্য দেন বিআইপির সভাপতি অধ্যাপক আখতার মাহমুদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ