শিশুর নিরাপদ স্বাস্থ্য সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যে শিশুর জন্য কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্নারের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. বোরহান উদ্দিন, সদস্যসহ স্থানীয় গণ্যমান্যরা।
অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, পরিষদে সেবা নিতে আসা মা, তাঁর শিশুকে নিরাপদে মাতৃদুগ্ধ পান করাতে দুই আসনের স্বাস্থ্যসম্মত ব্রেস্ট ফিডিং কর্নার চালু করা হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে শিশুর নিরাপদ স্বাস্থ্য সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যে মাতৃত্ব পালনে এই ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়।
ইউপি প্রাঙ্গণে করোনা টিকা দিতে আসা মনিকা রানি সূত্রধর বলেন, ‘সুন্দর ও নিরাপদ পরিবেশে সন্তানকে দুধ খাওয়াতে পারলাম। আগে বাচ্চা কান্না করলেও সম্ভব হতো না, নানা কারণে।’
সৈয়দ ফাইয়াজ হাসান বাবু আজকের পত্রিকাকে বলেন, সেবাগ্রহণকালে শিশুদের স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্বের জন্য এই সেবা। এখন কোনো শিশুকে দুধ খাওয়াতে কোনো মা মানসিক বিড়ম্বনায় পড়বেন না।