টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়া কাপ অভিযানে নেমে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল থেকে সিলেটে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ। ইতিমধ্যে গত বুধবার সিলেটে পৌঁছেছে ভারত ছাড়া বাকি ছয় দল। ভারত দলেরও আজ সিলেটে এসে পৌঁছানোর কথা।
গতকাল প্রথম দিনের অনুশীলন শেষে মাঠে সেরাটা উপহার দেওয়ার প্রত্যয় সালমা খাতুনের কণ্ঠে। বাংলাদেশ অলরাউন্ডার বলেন, ‘একটা ভালো টুর্নামেন্ট শেষ করে এসেছি। খেলোয়াড়েরাও ছন্দে আছে। আমাদের প্রস্তুতি খুব ভালো। এখানে ভালোও কিছু আশা করছি।’ দলকে অতি আত্মবিশ্বাসী না হওয়ার পরামর্শ সাবেক এ অধিনায়কের, ‘এখানে ভালো করতে হলে সবগুলো বিভাগে ভালো করতে হবে। ৩টি ডিপার্টমেন্টে ভালো করলে সাফল্য আসবে। তবে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।’
সিলেটে কিছুদিন আগে খেলে গেছে বাংলাদেশ দল। অনুশীলন ক্যাম্পও করেছে সেখানে। এশিয়া কাপে ভালো করতে এ অভিজ্ঞতা কাজে দেবে বলে মনে করেন সালমা, ‘সিলেটে কিছুদিন আগেও খেলে গেছি। এখানে আমাদের বেশির ভাগ খেলা ও অনুশীলন হয়। ক্যাম্পও হয়। ফলে এখানকার উইকেট সম্পর্কে আমরা জানি। আবহাওয়া সম্পর্কেও জানি। মাঠে তা কাজে লাগাতে চেষ্টা করব।’
আর দলের সঙ্গে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক মানজুরুল ইসলাম জানান, ম্যাচের প্রথম বল থেকেই ভালো খেলার প্রত্যাশা তাঁদের। তিনি মনে করেন, যে দল চাপ সামলাতে পারবে, তারাই ভালো করবে। কাল টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড দলকেও সমীহ করছেন সাবেক এই বাঁহাতি পেসার।