হোম > ছাপা সংস্করণ

আজব ছেলের অপেক্ষায়

২০১৭ সালে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন কুমিল্লার মেয়ে তাহমিনা অথৈ। ‘গোলাপজান ছাত্রী নিবাস’ নাটক দিয়ে শুরু হয় তাঁর অভিনয়ের যাত্রা। প্রয়াত নির্মাতা সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ তাঁর প্রথম সিনেমা। মুক্তিযুদ্ধের পটভূমিতে একজন নারীর সংগ্রামের কাহিনি নিয়ে তৈরি সিনেমাটি মুক্তি পায় গত বছরের ডিসেম্বরে।

এ বছরের ডিসেম্বরে আরেক সিনেমা মুক্তির সুখবর দিলেন তাহমিনা অথৈ। তাঁর অভিনীত দ্বিতীয় সিনেমা মানিক মানবিক পরিচালিত ‘আজব ছেলে’ সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে অথৈ আছেন মলি চরিত্রে। সঙ্গে আরও আছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম ও রিদওয়ান। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে ‘আজব ছেলে’ বানিয়েছেন মানিক। এতে অভিনয়ের সুযোগ পাওয়া অনেক বড় সুযোগ বলে মনে করছেন অথৈ।

অভিনেত্রী বলেন, ‘আজব ছেলে একটি শিশুতোষ চলচ্চিত্র। আমার চরিত্রের নাম মলি, বেশ বিচক্ষণ ও বুদ্ধিমতী মেয়ে। চেষ্টা করেছি বাস্তবতার মিশেলে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে।  সহশিল্পী হিসেবে তৌকীর ভাইকে পেয়েছি। তাঁর কাছ থেকে অভিনয়ের অনেক কিছু শিখেছি।’

সরকারি অনুদানের ‘আজব ছেলে’ আগামী বছরের শুরুর দিকে মুক্তি পেতে পারে বলে জানালেন অথৈ।

দ্বিতীয় সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তাহমিনা অথৈ বারবার স্মরণ করছেন সাইদুল আনাম টুটুলকে। এ নির্মাতার কাছে সিনেমায় অভিনয়ের প্রথম পাঠ নিয়েছিলেন অথৈ।

অভিনয়ের অনেক খুঁটিনাটি তাঁর কাছেই শিখেছেন। তিনি বলেন, ‘টুটুল স্যার আমাকে প্রথমবার সিনেমায় অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। তাঁর দেখানো পথেই হাঁটার চেষ্টা করছি। প্রতিনিয়তই তাঁকে মনে পড়ে। কালবেলায় অভিনয়ের জন্য আমি কিছুটা হলেও প্রশংসিত হয়েছি। আমার দ্বিতীয় সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। স্যার বেঁচে থাকলে নিশ্চয়ই অনেক খুশি হতেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ