ক্রিকেট নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখে এক নারী। নিজেকে দেখতে চায় সেরা বোলারদের আসনে। অথচ তার ডান হাতটাই নেই। তাই বলে সে থেমে থাকার মানুষ নয়। এক হাত দিয়েই চালায় অনুশীলন। বাঁ হাতের জাদুতেই বলটাকে চালায় সুনিপুণ নিয়ন্ত্রণে। তার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ায় ক্রিকেট কোচ। কোচের নির্দেশনা আর আত্মবিশ্বাসে নিজেকে সে তৈরি করে দলের অন্যতম বোলার হিসেবে। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ঘুমার’। আর বাল্কির পরিচালনায় আত্মবিশ্বাসী নারী ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন সায়ামি খের। কোচের ভূমিকায় আছেন অভিষেক বচ্চন। সায়ামির দাদির চরিত্রে থাকছেন শাবানা আজমি। অঙ্গদ বেদীর সঙ্গে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।
আগস্টের ১৮ তারিখে মুক্তি পাবে সিনেমাটি। আজ আসছে ট্রেলার। গতকাল প্রকাশিত টিজারে অভিষেক বচ্চনকে বলতে শোনা যায়, ‘জীবন যখন দরজা বন্ধ করে দেয়, তখন দরজা খোলার চেষ্টা বৃথা। আপনাকে সে দরজা ভাঙতেই হবে।’ টিজারে সায়ামিকে দেখা যায় বাঁ হাতে বোলিং অনুশীলন করতে। পাশেই বাঁ হাতে ক্রিকেট বল নিয়ে দাঁড়িয়ে কোচ অভিষেক।
আর বাল্কির সঙ্গে আগেই কাজ করেছেন অভিষেক। অমিতাভেরও কাজের অভিজ্ঞতা বেশ পুরোনো। বাল্কির ‘কি অ্যান্ড কা’, ‘প্যাডম্যান’ ও ‘চুপ’ সিনেমায় কাজ করেছেন তিনি। তবে বাল্কির সঙ্গে সায়ামির কাজের অভিজ্ঞতা এবারই প্রথম।