ফেনী প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী ১৫ জানুয়ারি যেকোনো মূল্যে ফেনীতে মহাসমাবেশ করতে চায় দলটি। গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সভায় এই মনোভাব জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক প্রমুখ।