উজিরপুর প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে উপজেলার তিনটি ইউনিয়ন থেকে ১৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল যাচাই বাছাই শেষে ১০ জনের মনোনয়ন ফরম বাতিল করে ১৩৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ সেখ। ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বামরাইল ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আসলাম খান মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া মহিলা সংরক্ষিত সদস্য পদে ৩ জন ও সাধারণ সদস্য পদে ৬ জনের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে।