কুষ্টিয়ার কুমারখালীতে চতুর্থ ধাপে ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। আগামী ২৯ নভেম্বর সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৬ ডিসেম্বর সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। সংশোধিত তারিখ অনুযায়ী ২৬ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৪৯ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২৬ হাজার ২৯৯ এবং মহিলা ভোটার সংখ্যা এক লাখ ২৩ হাজার ৬৩৯ জন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বুধবার বিকেল ৫টা পর্যন্ত ১১টি চেয়ারম্যান পদের বিপরীতে ৭২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শিলাইদহে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে ৭টি ও জমা পড়েছে ৪টি। যদুবয়রাতে বিতরণ ৭টি ও জমা পড়েছে ৩টি, পান্টিতে বিতরণ ৫টি ও জমা পড়েছে ২টি। চরসাদিপুর ইউনিয়নে বিতরণ ৬টি ও জমা ৩টি, কয়া ইউনিয়নে বিতরণ ৯টি ও জমা পড়েছে ২টি, চাপড়াতে বিতরণ ৯টি ও জমাদান ৩টি, সদকীতে বিতরণ ৬টি ও জমাদান একটি, নন্দনালপুরে বিতরণ ৩টি, জগন্নাথপুরে ৭টি ও জমা ৩টি, বাগুলাটে বিতরণ ৭টি ও জমাদান ৩টি, চাঁদপুরে বিতরণ ৬টি ও জমাদান ৪টি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানু এ সব তথ্য নিশ্চিত করেছেন।