হোমনা প্রতিনিধি
হোমনায় এক অসহায় নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে স্থানীয় সামাজিক সংগঠন ‘হাঁড়ির খোঁজে বাড়ির’ ব্যবস্থাপনায় ভাষানিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের ওই নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন স্থানীয় সাংবাদিক আবদুল হক সরকার, হাঁড়ির খোঁজে বাড়ির পরিচালক আবদুস সালাম ভূঁইয়া, মো. ইসমাঈল হোসেন বাবু প্রমুখ।
হাঁড়ির খোঁজে বাড়ির পরিচালক আবদুস সালাম ভূঁইয়া বলেন, আত্মকর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ওই নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।