হোম > ছাপা সংস্করণ

নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

পিরোজপুর ও নাজিরপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ (৩০) মারা গেছেন। সোমবার রাতে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শুভ পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি। তিনি জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের গোয়ালতা গ্রামের আমেরিকাপ্রবাসী মো. হানিফ হোসেনের ছেলে।

যুবলীগ নেতা শুভর হত্যার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ফের সংঘর্ষের আশঙ্কায় ব্যবসায়ীরাও বিভিন্ন বাজারসহ সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।

৭ নভেম্বর বিকেলে পিরোজপুর সদর উপজেলার জি হায়দার মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের প্রার্থী মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে রাত সাড়ে ৭টার দিকে শহরে ফিরছিলেন নৌকা প্রতীকের সমর্থক দলীয় নেতা-কর্মীরা। ফেরার পথে ওই ইউনিয়নের মল্লিক বাসস্ট্যান্ডে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরের লোকজনের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। সংঘর্ষে নাসির উদ্দিন মাতুব্বরের লোকজন গুলি চালালে আহত হন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ। ওই দিন রাতে গুরুতর আহতাবস্থায় শুভকে খুলনা হাসপাতালে পাঠানো হয়। এর পরদিন ৮ নভেম্বর দুপুরে শুভকে এয়ার অ্যাম্বুলেন্সে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা যান শুভ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ