আশুলিয়ায় একটি বসতবাড়িতে আগুন লেগে চারটি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। গতকাল সোমবার দুপুরে আশুলিয়ার গোহাইলবাড়ি দক্ষিণপাড়া এলাকার ফজলুর রহমানের সেমিপাকা টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুর ২টার দিকে হঠাৎ টিনশেডের সেমিপাকা ওই বাড়ির একটি কক্ষ থেকে ধোয়া দেখতে পান তারা। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তারা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘরগুলো তালাবদ্ধ থাকায় কেউ ঘরে প্রবেশ করতে পারেনি। ফলে সমস্ত মালামাল পুড়ে গেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ২টার দিকে আগুনের খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ২-৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরগুলোতে পোশাকশ্রমিকেরা পরিবার নিয়ে ভাড়া থাকতেন’।